খেলাধুলা
সকল মাঠকর্মীদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল জার্সী গিফট করলো বিসিবি

মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেটসহ আরো অন্যান্য ভেণ্যু। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর এসব মাঠ তৈরী হয় খেলার জন্য। নামমাত্র বেতনের চাকুরী, তবুও ক্রিকেটকে ভালোবেসেই ক্যামেরার পেছনে কাজ করে যান এসকল মহান ব্যাক্তিরা।
সাকিব-তামিমরা যে জার্সী পড়ে খেলেন, সিরিজ শেষে কখনো তাদের থেকে চেয়ে কিংবা নিজের টাকায় কিনে সেসব জার্সী তারা পড়তেন৷ তবে, আজ বিসিবি থেকে প্রথমবারের মতো অফিসিয়ালভাবে সকল মাঠকর্মীদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সীটি গিফট করা হলো।
বিসিবির এই উদ্যোগ কেমন লাগলো.?
| #BCB | #CT2025