চট্টগ্রাম

বায়েজিদে পাঁচ মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরা

চট্টগ্রামের রাউজান থানার চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ ০৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফারুক প্রকাশ তারেক ‘কে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের প্রতিষ্ঠাকাল ২৬ মার্চ ২০০৪ সাল থেকে অদ্যাবধি দেশব্যাপী বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় ৬,৭৬১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৪,৬৯৪ জন গ্রেফতারসহ ২০,৩৪২টি অস্ত্র, ২,৬৯,৯২১ রাউন্ড গোলাবারুদ ও ৭,৪৭৬.১ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং ১ লক্ষ ৫০ হাজারের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ ৬,২৯২ কোটি টাকা মূল্যমানের মাদক উদ্ধার করে র‌্যাব। পাশাপাশি ৫,৬৭৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৪,১৬৬ জন ভিকটিম উদ্ধার এবং মানবপাচারকারী ১,৮০৪ জন গ্রেফতারসহ ১,৪৫৭ জন ভিকটিম উদ্ধার, ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার ১৫,৭০৩ জন, জলদস্যু ও বনদস্যু গ্রেফতার ৯৯০ জন, বিভিন্ন প্রকার প্রতারণারদায়ে গ্রেফতার ৭,৬৪৭ জনসহ অন্যান্য অপরাধে ২৮,৭৮০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন অপরাধে দেশব্যাপী র‌্যাব কর্তৃক ৯৬,৫০৭টি মামলা রুজু করা হয়েছে এবং র‌্যাব ফোর্সেস কর্র্তৃক এ পর্যন্ত তদন্তকৃত ও তদন্তাধীন ২,৫০০টি মামলা রয়েছে।

২। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ০৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দ

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানার মামলা নং-১৮(৪)২২, জিআর-৭১/২২, ধারাঃ ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফারুক চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ১৪৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ফরুক প্রকাশ তারেকে (২৪), পিতা-মৃত নুরুল আলম, সাং-সওদাগর পাড়া লাম্বুরহাট, থানা-রাউজান, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ সূত্রে বর্নিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। এছাড়াও সে আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৩ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন আত্মগোপন করে আসছিল বলে জানায়।

৪। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক প্রকাশ তারেক এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী , চট্টগ্রাম জেলার রাউজান এবং মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানায় চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্তে ০৫টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button