জীবনের দৌড় নিজের জন্য, অন্যের সঙ্গে নয়

জীবন এক অবিরাম দৌড়, যেখানে শুরুটাই একেকজনের জন্য একেক রকম। কেউ জন্ম থেকেই সুবিধাজনক অবস্থানে থাকে, কেউ আবার শুরু করার আগেই পেছনে পড়ে যায়। এই দৌড়ে কেউ সহজেই এগিয়ে যায়, আর কেউ প্রতিটা ধাপে লড়াই করতে করতে হাঁপিয়ে ওঠে।
ক্লাসের সেই বন্ধুটাকে মনে আছে, যে পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই ভালো রেজাল্ট করে ফেলত? অথচ আপনি দিনের পর দিন পড়ে গেলেও তেমন ফলাফল আসেনি। অথবা এমন কাউকে দেখেছেন, যার কখনো টাকার চিন্তা করতে হয়নি, বাবা-মায়ের আর্থিক সাপোর্ট সবসময় তার পাশে ছিল, যখন আপনি টিউশন ফি দেওয়ার চিন্তায় ঘুম হারাম করেছেন।
এই দৌড়ে কেউ একদিনেই গন্তব্যে পৌঁছে যায়, কেউ বছরের পর বছর চেষ্টা করেও সাফল্যের মুখ দেখে না। কেউ একটা ছোট উদ্যোগ থেকেই বিশাল ব্যবসা দাঁড় করিয়ে ফেলে, আর কেউ একের পর এক ব্যর্থতা সামলাতে সামলাতে হতাশ হয়ে যায়।
অনেক সময় দেখবেন, আপনার চেয়ে কম দক্ষ কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে, কারণ সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, অথবা তার রেফারেন্স ছিল, ভাগ্যও তার পক্ষে ছিল। তখন হয়তো আপনার মনে হবে, জীবন অন্যায্য!
কিন্তু এই তুলনার দৌড়ে থাকলে ক্লান্তি ছাড়া আর কিছুই মিলবে না। জীবন কখনোই সবার জন্য একরকম ফেয়ার হয় না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, নিজের পথ ঠিক করতে পারেন। অন্যের সাফল্য দেখে দমে গেলে চলবে না, বরং নিজের গতিতে এগিয়ে যেতে হবে।
কারণ, জীবনের দৌড়ে সত্যিকারের জয় মানে গন্তব্যে পৌঁছানো নয়—জয় মানে এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া, নিজের পথ নিজে তৈরি করা।