চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে Terminal Operating System (TOS) এর আওতায় অনলাইন গেইট  পাস সিস্টেম চালু

চট্টগ্রাম বন্দরে আগত ও নির্গত জাহাজের পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিং এর সামগ্রিক ব্যয় হ্রাস, দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক বানিজ্য প্রসারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধিসহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিকল্পিতভাবে অপারেশন পরিচালনার জন্য Terminal Operating System (TOS) চালু করা হয়। ইতোপূর্বে, পণ্য খালাসের Delivery Order (e-DO) অনলাইন করা হয়।

পণ্য লোড/ডেলিভারির ক্ষেত্রে বন্দর ও বন্দর এলাকায় যানজট হ্রাস, ভেহিক্যাল ট্রেকিং, মনিটরিং ব্যবস্থা সহজীকরণের অংশ হিসেবে স্টেক হোল্ডারেদের সাথে আনোচনা করে ১ জানুয়ারি ২০২৫ইং হতে পরিক্ষামূলক অনলাইন গেইট পাস চালু রাখা হয়। TOS Website/Mobile Apps এর মাধ্যমে ফি পরিশোধ করে ২৪/৭ এই অনলাইন গেইট পাস পাওয়া যাওয়া। পূর্বে চবক এর বিভিন্ন গেইটে সরাসরি উপস্থিত হয়ে গেইট পাস সংগ্রহ করতে হতো। এতে, গেইটে দীর্ঘ লাইন হতো এবং যানজট সৃষ্টি হয়ে রাস্তা ব্লক হয়ে যেতো। পরিক্ষামূলক চালুর পর হতে কোনরুপ জটিলতা না থাকায় গত ১৮-০২-২০২৫ইং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি গেইটে সরাসরি উপস্থিত হয়ে অনলাইন গেইট পাস সিস্টেমটি শতভাগ চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিনি আরো উল্লেখ করেন যে, পণ্য আমদানী-রপ্তানী কাজে নিয়োজিত সকল ভেহিক্যাল, ড্রাইভার, হেল্পারদের ডাটাবেইজ চবক এ রয়েছে। বন্দর স্টেক হোল্ডারেদের ভেহিক্যাল ট্রেকিং, মনিটরিং আরো ব্যবস্থা সহজ হবে, যানজট হ্রাস হবে। চবক এর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে এবং অপারেশনাল কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। এতে কম সময়ে অধিক পণ্য হ্যান্ডেলিং করা যাবে, সামগ্রিক ব্যয় হ্রাস পাবে।

উপস্থিত সাংবাদিক, অবডক প্রতিনিধি, সিএন্ডএফ প্রতিনিধি ও ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন যে, TOS পৃথিবীর সবচেয়ে বেশি টার্মিনালে/পোর্টে ব্যবহৃত একটি সিস্টেম। এই সিস্টেমটি Navis, LLc, USA কর্তৃক Develop করা এবং এই সিস্টেমের টেকনিক্যাল সাপোর্ট পার্টনার হিসেবে DataSoft System Bangladesh Limited কাজ করছে। Data Security এবং Application Security চিন্তা করে TOS সহ চবক এর সকল   সিস্টেম National Data Center হতে পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় চবক কর্মকর্তা/কর্মচারিগণ এবং DataSoft System Bangladesh Limited এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button