নারী ও শিশু

One Billion Raising (OBR) Day বা উদ্যোমে উত্তরণে শতকোটি দিবস উদযাপনের জন্য আয়োজিত মানববন্ধনে Cyber Support for Women & Children (CSWC)

CSWC – Cyber Support for Women & Children

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতি ৩ জনের ১ জন নারী শারীরিক নির্যাতন কিংবা ধর্ষনের শিকার হচ্ছেন; পৃথিবীর ১০০ কোটিরও বেশি বা শত কোটির বেশি নারী এই সংখ্যার অন্তর্ভুক্ত। ২০১৩ সালে নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী One Billion Raising (OBR) Day বা উদ্যোমে উত্তরণে শতকোটি দিবস পালন শুরু হয় যেখানে তাদের মুল দাবী ছিলো নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার অবসান।

২০১৩ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতার অবসানের দাবীতে এ দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশেও সাংগাত বাংলাদেশ এর সহযোগিতায় ৬৪ টি জেলায় ২০১৩ সাল থেকেই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। নারীদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বছরেও সাংগাত বাংলাদেশ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। তারই অংশ হিসেবে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ One Billion Raising (OBR) Day বা উদ্যোমে উত্তরণে শতকোটি দিবস উদযাপন উপলক্ষে সাংগাত বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে Cyber Support for Women and Children -CSWC এর প্রতিনিধি অংশগ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button