সাবিনার প্ররোচনায় পা দিয়ে ক্যারিয়ারের ক্ষতি হয়েছে দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় ঋতু পর্নার

ঋতু পর্না চাকমা, একমাস আগেও মেয়েটা বাংলাদেশের ফুটবল ভক্তদের চোখের মণি ছিলো। থাকবেনা কেনো? গত বছর অনুষ্ঠিত সাফ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে ঋতু পর্ণা। বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার সে।
ঋতুপর্ণা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে উঠে এসেছে , সে গল্প যেকোনো মানুষকে অনুপ্রাণিত করবে কিন্তু একজন অ্যাথলেট আইডোলাইজ করার যোগ্য কিনা, তা বোঝা যায় ক্যারিয়ারে ফেইম পাওয়ার পরে তার লাইফস্টাইল দেখে।
ঋতু পর্ণা সাফের পরে ফেইম পেয়ে টিকটকের দিকে মনযোগ দিয়েছিল আর টিকটক করা দোষের কিছু না কিন্তু একজন প্রফেশনাল ক্যারিয়ারের জীবনে সবার আগে আসবে প্রফেশনালিজম। এই যুগের সেরা স্ট্রাইকার লেভান্ডভস্কিও টিকটক করে কিন্তু এরজন্য কোনোদিন কোনো ট্রেনিং সেশনে লেট করে আসেনি কিংবা সেশন স্কিপ করেনি।
ঋতু পর্ণা এমনটা করেছে বলেই অভিযোগ আছে। সাথে ঋতু পর্ণার সবচেয়ে বড় ভুল ছিল ফিনিশড, বেঞ্চ প্লেয়ার ম্যাটেরিয়াল সিনিয়র প্লেয়ার মাসুরা পারভিন আর সবীনভা খাতুনের প্ররোচনায় পা দিয়ে বিদ্রোহে অংশ নেওয়া।
ঐ দুইজনের ক্যারিয়ার অলমোস্ট ফিনিশড কিন্তু ঋতু পর্ণার সামনে একটা সম্ভাবনাময় ক্যারিয়ারের হাতছানি। এরকম হটকারী সিদ্ধান্ত মেয়েটার ফ্যান ফেভারিট ইমেজ নষ্ট করেছে সন্দেহ ছাড়াই।
এখনো সময় আছে ঋতুপর্ণার জন্য জাতীয় দলে ফেরার।