চট্টগ্রাম

হালিশহরে কর্মী সম্মেলনে আলহাজ্ব শাহজাহান চৌধুরী

ন্যায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ জামায়াতের হাত ধরেই আসবে

চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ন্যায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মান জামায়াতের হাত ধরেই আসবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রামের হালিশহর বার আউলিয়া কনভেনশন সেন্টারে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, দুর্নীতি মুক্ত সুন্দর সমাজ গঠনে এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এক শ্রেণির মানুষ চাঁদাবাজির কাজে এখনও লিপ্ত এসব কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদেরকে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, কোরআনের সমাজ কায়েম করতে হলে জামায়াতের সকল নেতাকর্মী ও সুধী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়তে একযোগে কাজ করতে হবে।

১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সম্মানিত আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মাওলানা এবিএম সুলাইমানের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সংগঠনিক সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ড. শাহাদাত হোসাইন, থানা কর্মপরিষদ সদস্য জাহের খান, থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক। উক্ত কর্মী সম্মেলনে ২০২৪ সালের বার্ষিক রিপোর্ট পেশ এবং ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা পেশ করেন ওয়ার্ডের বায়তুলমাল সম্পাদক বেলাল হোসেন।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবুল হাশেম চৌধুরী, আবু শাহাদাত শাহীন, মো. হাফিজুর রহমান, আব্দুস শাকুর, আবু সাঈদ, এস এম শরীফ ও সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারি শফিকুল মাওলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button