সারাদেশ

চট্টগ্রামের জেলা প্রশাসকের কর্ণফুলী উপজেলা সফর

আজ ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম কর্ণফুলী উপজেলা সফর করেন। দিনব্যাপি সফরে জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলায় পরিষদ সংলগ্ন শহিদ মিনার ও উপজেলা পরিষদ এর একাডেমিক ভবন, অডিটোরিয়াম হল, পরিষদের সংযোগ সড়ক, সীমানা প্রাচীর, ফোয়ারা,মৎস্যবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নবনির্মিত ভবন, তারূণ্যের মেলা এবং ৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাইঅভ্যুত্থান এর স্মরণে দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধন করেন।

এছাড়া অন্যান্য কর্মসূচিগুলো হল-তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে “তারুণ্যের মেলা” উদ্বোধন; ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহতদের সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান; বন্যহাতি আক্রমণে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান; সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ২ জন ভিক্ষুককে পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য ১ লক্ষ ৩০ হাজার ব্যয়ে ১টি মুদির দোকান ও ১ টি গাভী এবং নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে গৃহ প্রদান।
এ সময় কর্ণফুলি উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুমা জান্নাত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, ছাত্রপ্রতিনিধি ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button