চট্টগ্রামের চান্দগাঁও থানার অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংঘঠনের সক্রিয় ০২ জন সদস্য গ্রেফতার

অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শাহ জাহান, এসআই (নিঃ) সুমন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ১১/০২/২০২৫ তারিখ সকাল ০৭:৪০ ঘটিকার সময় চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-১৩, তাং-০৯/০৯/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩২৬/১০৯/৩৪ পেনাল কোড মূলে নিষিদ্ধ ঘোষিত সংঘঠন সদস্য আসামী ১। মোঃ রাকিব (২৪), পিতা-মৃত ইদ্রিস, মাতা-জুলেখা আক্তার, সাং-দক্ষিন শাহমীরপুর, জাকের পাড়া, ছনাবড় বাড়ী, ওয়ার্ড নং-০৭, ইউপি-বড়উঠান, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাজু (৩৫), পিতা-মৃত রকিক, মাতা-মৃত বুলবুল আক্তার, সাং-উত্তর ফরিদেরপাড়া, খন্দকারবাড়ী, ওয়ার্ড নং-০৪, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ও চান্দগাঁও থানার মামলা নং-১৫, তাং-১৯/০৮/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড মূলে নিষিদ্ধ ঘোষিত সংঘঠন সদস্য আসামী ১। মোঃ রাকিব (২৪), পিতা-মৃত ইদ্রিস, মাতা-জুলেখা আক্তার, সাং-দক্ষিন শাহমীরপুর, জাকের পাড়া, ছনাবড় বাড়ী, ওয়ার্ড নং-০৭, ইউপি-বড়উঠান, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাজু (৩৫), পিতা-মৃত রকিক, মাতা-মৃত বুলবুল আক্তার, সাং-উত্তর ফরিদেরপাড়া, খন্দকারবাড়ী, ওয়ার্ড নং-০৪, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম’দের গ্রেফতার করা হয়।