কি লিখেছেন নিজের ভেরিফাইড পেইজে হালের তরুণ গায়ক শেখ সাদী

হালের তরুণ গায়ক শেখ সাদী নিজের ভেরিফাইড পেইজে লিখেছেন I don’t like girls anymore, I deserve pori. কিছুদিন আগে তিনি পরীর জামিনদার হয়েছিলেন।
শেখ সাদীর বয়স ২৮, অবিবাহিত।পরীমণির বয়স ৩৩ বছর, সেপারেটেড এবং দুই সন্তানের জননী। এখন বিষয়টাকে অনেকে প্রেম ভালোবাসা নাম দিচ্ছেন।
যদিও এর কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সাদীর কমেন্টে অনেক মেয়ে লিখছে, কেন বয়সে বড় সন্তানের মা এমন নারী পছন্দ? মেয়ের কি অভাব পড়ছে? কেউ আঙ্গুল তুলেছে পরীমণির একাধিক বিয়ের কথা সম্পর্কেও।
এখন কথা হলো যদি এমন কিছু হয়েই থাকে সেই গায়ক অবুঝ, অশিক্ষিত বা নাবালক নয়। তিনি সমঝদার মানুষ হিসেবে যেটা করার করবেন। আর আরেকটা সত্য কথা কি জানেন, কিছু নারীদের সবসময়ই ডিমান্ড থাকে।
তার তিনটা বিয়ে হলেও, তার পাঁচটা সন্তান হয়ে গেলেও,তার বয়স ৫০ হয়ে গেলেও।তারা থাকে পুরুষদের আকর্ষণের মধ্যমনি। সব অতীত জেনেও অনেক পুরুষ তাদের প্রেমে বারবার পড়ে। বিয়েও করে, সংসার হয়। সেই নারীরা কিন্তু তাদের সেধে আনে না।
এখন যারা এমন কমেন্ট করতেছেন,তারা সত্যটুকু মেনে নেন। আপনাদের মাঝে সেই চার্ম নাই।
হয়তো বলতে পারেন, আমি এমন চাই না।বিশ্বাস করেন আপনি চাইলেও পাবেন না।কারণ সব নারী আকর্ষণের কেন্দ্র বিন্দু হতে পারে না। কি হিংসে হয়?