Uncategorizedবিনোদন
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে হল্যান্ড গেছেন জয়া

দুই বাংলার সমান জনপ্রিয় বাংলাদেশী তারকা জয়া আহসান তার নিত্য নতুন লুকের জন্য সবসময় আলোচনায় থাকেন তার ভক্তরা অপেক্ষায় থাকেন কবে তাদের প্রিয় তারকা হাল ফ্যাশনের নতুন স্ট্যাইলে ধরা দেবেন! সম্প্রতি রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে হল্যান্ড গেছেন জয়া। ওই দেশের প্রাচীন শহর রটারডাম এ আছেন তিনি।
সেখানে গেলো ৬ ফেব্রুয়ারি তার নতুন ছবি পুতুল নাচের ইতিকথার প্রিমিয়ার হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে কুসুম চরিত্রটিতে রূপদান করেছেন জয়া। পরিচালক সুমন চট্টোপাধ্যায়ের এই ছবিটি নিয়ে জয়া বেশ উচ্ছসিত। চলচ্চিত্র উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে জয়া দেশি – বিদেশি নানা লুকে ধরা দিচ্ছেন কখনও ওয়েস্টার্ন আবার কখনো একেবারে ট্র্যাডিশনাল জামদানির লুকে নজর কাড়ছেন এই সুন্দরী ও গুণী অভিনেত্রী।