অভিনেতা ‘আহমেদ রুবেল’র প্রথম মৃত্যুবার্ষিকী

প্রতিভাবান গুণী অভিনেতা ‘আহমেদ রুবেল’র প্রথম মৃত্যুবার্ষিকী । ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারী ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেতা।সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’তে অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘ঘোড়া মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
আজ থেকে এক বছর আগে তার অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’র বিশেষ প্রদর্শনীতে আসার আগেই মারা যান এই গুণী অভিনেতা।
হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করেন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় (চলচ্চিত্রে) পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়