মতামত

Chief Adviser GOB মাননীয় প্রধান উপদেষ্টা

Chief Adviser GOB মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়। বেশ কিছুদিন পূর্বে আমাদের কৃষি তথা কৃষি মন্ত্রনালয়ের কাজের গুরুত্ব ও ব্যাপকতা তুলে ধরে সেখানে আলাদা একজন উপদেষ্টা নিয়োগ দেয়ার জন্য আপনার বরাবরে একটি চিঠি আপনার সচিব সাহেবের হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছিলাম। আমি নিশ্চিত সে চিঠি আপনার কাছে দেয়া হয়নি।

চিঠিতে বলেছিলাম, স্বরাস্ট্র মন্ত্রণালয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। ১৭ কোটি মানুষের দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এই মন্ত্রণালয়ের। অসংখ্য মানুষের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত দুরুহ এবং কঠিন কাজ।

তাই দুই মন্ত্রণালয়ের গুরুত্ব বিবেচনা ও সুষ্ঠু কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কৃষি থেকে বাদ দিয়ে, কৃষিতে একজন স্বতন্ত্র উপদেষ্টা দেয়া প্রয়োজন বলে উল্লেখ করেছিলাম।

নানান জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, প্রয়োজনের সময় পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না। গতকাল গাজিপুরের এক ঘটনায় এমন খবর পাওয়া গেছে। মাঠে র‍্যাব নেই।

জুলাই ম্যাসাকারের পর আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিত এবং শক্তিশালী করে গড়ে তোলা প্রয়োজন।

আপনি চিঠি দিতে বলেছিলেন, তাই এবার শুধু খোলা চিঠি দিলাম। নিজ গুণে ক্ষমা করবেন।

স্থানীয় সরকার এবং বাণিজ্যসহ অসংখ্য মন্ত্রণালয়ে সচিব নেই। মাসের পর মাস পদ খালি। অতিরিক্ত সচিবকে দিয়ে সচিবের দায়িত্ব পালন করা হচ্ছে। এতে যদি সরকারের কাজের গতি বৃদ্ধি পায় এবং সচিবের প্রয়োজনীয়তা না থাকে, তাহলে সব সচিবের পদ তুলে দিয়ে অতিরিক্ত সচিব দিয়ে মন্ত্রণালয়গুলো চালানো হোক। তাতে সরকারের অনেক অর্থ সাশ্রয় হবে।

আপনার সমীপে অনেক কথা আছে ধিরে ধিরে বলব ইনশাআল্লাহ স্যার। এত রক্ত তো বৃথা যেতে দেয়া যায় না।

আমার কথাগুলো কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। এত রক্ত তো বৃথা যেতে দেয়া যায় না। নিজ গুণে ক্ষমা করে নেবেন স্যার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button