জাতীয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৭ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাক্সিক্ষত কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এ সমস্ত কর্মকান্ডে কোনোভাবেই কোনো দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারেন না।

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। সবাই মিলে জোর দাবি তুলি, গত ১৫ বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি বিশেষভাবে ২৪ এর গণহত্যা সংঘঠিত করেছে, অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা আশা করি সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পক্ষে থাকবেন। নাগরিকদের জানমাল, নিরাপত্তা, ইজ্জত-আব্রু এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীগণকে সতর্ক থাকতে হবে যাতে কোনো অপশক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে।

এমতাবস্থায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে পাচার ও লুন্ঠনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা, নিরীহ জনগণের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা বিধান করা এবং অতি দ্রুত গণহত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button