পরিচালক অন্তর্বাস দেখাতে চাওয়ায় কী করেছিলেন প্রিয়াঙ্কা?

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার অন্তর্বাস দেখাবার জন্যে তাকে চারবার অনুরোধ করেছিলেন এক পরিচালক। নায়িকার অন্তর্বাস দেখতে নাছোড়বান্দা ওই পরিচালককে কী করেছিলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা ? সেই কথাই প্রায় দুই যুগ পর সামনে আনলেন তিনি।
জানা গেছে, এটি ২০০২ – ২০০৩ সালের ঘটনা। তখন প্রিয়াঙ্কা’র বয়স ১৯। তার ভাষ্য – একটি ছবিতে আন্ডারকভার এজেন্টের চরিত্রে অভিনয় করছিলাম। ছবিতে পোশাক খোলার একটি দৃশ্য ছিল। সেখানে বেশ কয়েকটা পোশাক পরতে চেয়েছিলাম আমি। কিন্তু পরিচালক নারাজ। তিনি বলেন, তোমার অর্ন্তবাস দেখাতে চাই। না হলে কেউ ছবিটা দেখতে আসবে না। সামনের সিটে বসে থাকা দর্শকও দেখতে চাইবে না। যে ভাষা ও ভঙ্গিতে পরিচালক কথাগুলো বলেন তাতে অভিনেত্রী স্তব্ধ হয়ে যান। আর এক বা দু’বার নয়, প্রায় চার বার অন্তর্বাস দেখানোর কথা বলেন।
ওই শুটিংয়ে মাত্র দু’দিন কাজ করেই ছবিটি ছেড়ে দেন প্রিয়াঙ্কা। বাড়ি ফিরে পুরো ঘটনা বাবা অশোক চোপড়াকে বলেন। তৎক্ষণাৎ আগাম পারিশ্রমিক ফেরত দেওয়ার উপদেশ দেন তার বাবা। ভেবেছিলেন, আর সিনেমা করবেন না। কারণ, তিনি এসব ঘটনার সম্মুখীন হতে চাননি। যদিও শেষমেশ হাল ছাড়েননি তিনি। নিজের আলাদা একটা পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন প্রিয়াঙ্কা।