২৪ টাকা কেজি দরে গাড়ি বিক্রি

বিদেশ থেকে আমদানি করা ৭৪টি গাড়ির স্ক্র্যাপ বিক্রি হয়েছে ২৪ টাকা ৫০ পয়সা কেজি দরে। বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শেড চত্বরে রাখা কাটা গাড়ির টুকরোগুলো উন্মুক্ত নিলাম হয়। এতে চট্টগ্রামের ১৫টির বেশি রি-রোলিং মিল অংশ নেয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) নিলামে গাড়ির স্ক্যাপ বিক্রির তথ্যটি নিশ্চিত করেছেন নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন।
তিনি বলেন, ‘৫৮টি লটে ৭৪টি গাড়ি নিলামে বিক্রির জন্য প্রতি টনের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫৩ হাজার টাকা। কিন্তু নিলামে দর উঠে ২৪ হাজার ৫শ টাকা পর্যন্ত। অবশ্য ১৩ হাজার টাকা থেকেই শুরু হয়েছিল ডাক। কেজি প্রতি হিসেব করতে হলে প্রতি কেজির দাম পড়েছে ২৪ টাকা ৫০ পয়সা।’
সাবেক এমপিদের গাড়ি নিলামে, মন ভরাতে শুধুই দেখাদেখি
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপ কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, ‘মামলাসহ নানা জটিলতায় গাড়িগুলো আগেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। এ কারণে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) অনুমতি নিয়ে গাড়িগুলো স্ক্র্যাপ আকারে বিক্রি করা হয়েছে। মূল্যবান ৭৪টি গাড়ি ভাঙারি হিসেবে বিক্রি করা নিয়ে বিডারদের অনেক অভিযোগ আছে। কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে গাড়িগুলো বিক্রি করা সম্ভব হয়নি। এছাড়া আজকের (বুধবার) উন্মুক্ত নিলামে শর্ত অনুযায়ী রি-রোলিং মিলগুলোকেই অংশ নেয়ার সুযোগ করে দেয়া হয়েছে। তাই বিডারের সংখ্যা ১৫ বা তার কিছুটা বেশি হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা ২০২৩ সালের ৩১ অক্টোবর এ গাড়িগুলোকে স্ক্র্যাপ হিসিবে বিক্রি করার সুপারিশ দেয়। পর্যায়ক্রমে গাড়িগুলো ২০২৪ সালে কেটে স্ক্র্যাপ করা হয়। সম্প্রতি বন্দরে পড়ে থাকা গাড়ির নিলাম কার্যক্রমে গতি আসায় স্ক্র্যাপ গাড়িগুলো কেজি দরে নিলামে তুলে বিক্রি করা হয়।