‘চাচা হেনা কোথায় ?’

চিত্রতারকা বাপ্পারাজকে ভালোবেসে ‘ব্যর্থ প্রেমের চলচ্চিত্রের সফল নায়ক’ বলা হয়। সম্প্রতি এই তারকা তিন দশক আগে তার অভিনীত ‘প্রেমের সমাধি’ চলচ্চিত্রের ‘চাচা হেনা কোথায় ?’ সংলাপের কারণে নতুন করে আলোচনায়। তেমনি বাপ্পারাজ আলোচনায় এসেছেন নতুন একটি ওয়েব কনটেন্টে ‘রক্তঋণ’ দিয়ে। সম্প্রতি একটি ক্যারেক্টার টিজার পোস্ট করে তেমন ইঙ্গিত দিয়েছেন দেশীয় চলচ্চিত্রের নায়করাজ খ্যাত রাজ্জাক তনয় বাপ্পারাজ।
চাঁপা ডাঙ্গার বউ খ্যাত তারকা বাপ্পারাজ জানান, সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু পাণ্ডুলিপি পড়ে তিনি না করে দিয়েছেন। এই বিষয়ে তিনি বলেন, দেখলাম ছবিতে বেডসিন আছে। এই বয়সে আমি কি বেডসিন করবো ? আরে ব্যাটা, আগে দেখে আয় আমার ছবিগুলো। আমি কি এই ধরনের একটি ছবিও করেছি ? মাঝখানে ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলোও এমন অ্যাডাল্ট। ক্যামেরার বাইরে থাকতে খুব কষ্ট হয়। সারাক্ষণই কানে বাজে, লাইট – ক্যামেরা – অ্যাকশন। মিস করি শুটিং। তাই বলে এই ধরনের চরিত্র তো করতে পারবো না। সমাজ নষ্ট করার অধিকার তো আমার নেই।