জাতীয়
ছয়মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে : মান্না

দেশ আরও অনেকক দূর এগিয়ে যেতে পারতো কিন্তু ছয়মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ছয় মাসে জনগণের জীবন যাপনের কোনো পরিবর্তন হয়নি। এত বড় মানুষ, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি অর্থনীতিতে অসাধ্য সাধন করেছেন। যার জন্য জনগণের মধ্যে, জনগণের জীবনের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবী স্বীকৃত দিয়েছে তিনি বাংলাদেশের মানুষের শান্তি আনতে পারেননি।