বিশ্ব ইজতেমা ২০২৫ দ্বিতীয় পর্বের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ

বিশ্ব ইজতেমা ২০২৫ দ্বিতীয় পর্বের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার।
অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ বিশ্ব ইজতেমা ২০২৫ দ্বিতীয় পর্ব উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সহ ইজতেমা সংশ্লিষ্ট সার্বিক বিষয়াদি সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে অবহিত করেন।
উক্ত ব্রিফিং এ সম্মানিত কমিশনার মহোদয় জানান বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব কে কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব সুশৃংখলভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আহ্বান জানান পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জিএমপি কমিশনার।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।