চট্টগ্রামে দিনদুপুরে বাসায় ডা’কা’তির চেষ্টা

চট্টগ্রামে দিনদুপুরে একটি বাসায় ডা’কা’তির চেষ্টা করছিলেন চার ডা’কা’ত। এক বাসিন্দার চিৎকার শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢোকার পর ডা’কা’ত’দের দুজন পালিয়ে যান। এক ডা’কা’ত গৃহকর্তার গলায় ছু’রি ধরে তাঁকে নিয়ে ঢুকে পড়েন শৌচাগারে। পুলিশের উদ্দেশ্য বলেন, আটকের চেষ্টা করলে ছুরি চালানো হবে গৃহকর্তার গলায়। পরে পুলিশ সাউন্ড গ্রে’নে’ড ফাটিয়ে ওই গৃহকর্তাকে উদ্ধার করে। এ সময় আ’ট’ক করা হয় ডা’কা’ত’দের দুজনকে।
আজ মঙ্গলবার দুপুরে নগরের পাঁচলাইশ এলাকার প্রবর্তক সংঘের বিপরীতে থাকা ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। ডা’কা’ত’দের হাত থেকে উদ্ধার হওয়া গৃহকর্তা মোহাম্মদ লোকমান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আবুল খায়েরের মেয়ের জামাতা।