অর্থনীতি

দেশসেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্‌ সিমেন্টের ডিলার’স নাইট উদযাপিত।

”সাফল্যে, একসাথে” স্লোগানকে প্রতিপাদ্য করে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দেশসেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্‌ সিমেন্টের ডিলার’স নাইট। বর্ণিল এই আয়োজনে অংশগ্রহন করেছেন বাংলাদেশের দক্ষিন ও উত্তরবঙ্গ থেকে আসা সম্মানিত পরিবেশকবৃন্দ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন চিফ মার্কেটিং অফিসার (এসসিবিএল ও এসএসসিএমএল) জনাব মোঃ হারুন-উর রশিদ।

উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ফরচুন বরিশাল টিমের ক্যাপ্টেন তামিম ইকবাল খান এবং ফরচুন বরিশাল টিমের খেলোয়ারদের উপস্থিতি। তামিম ইকবাল খান ডিলারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ফরচুন বরিশাল টিমকে স্পন্সর করার জন্য সেভেন রিংস্ সিমেন্টের ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তামিম ইকবাল খান অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সেভেন রিংস্ সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মিস তাহমিনা আহমেদকে ফরচুন বরিশাল টিমের খেলোয়াড়দের সাইন করা জার্সি এবং হেলমেট উপহার দেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভেন রিংস্‌ সিমেন্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিব পাশা, শুন্‌ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড, হংকং-এর ডিরেক্টর জনাব ইবনান পাশা, ডিরেক্টর (এইচআর এন্ড ডিজিটালাইজেশন) মিস আনিকা আলী চৌধুরি, শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারশন্স-এর ডিরেক্টর জনাব সাইফ রহমান, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি জনাব কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার জনাব নান্টু কুমার দে, চিফ অপারেটিং অফিসার-ব্যাগ এন্ড পাওয়ার প্ল্যান্ট জনাব কামরুল আহসান, চিফ অপারেটিং অফিসার-ডব্লিউডিটি জনাব মতিউর রহমান, সিনিয়র জিএম-হিউম্যান রিসোর্স কাজী আব্দুল্লাহ আল মাহমুদ, সিনিয়র জিএম-অডিট এ কে এম মোসলেম উদ্দিন, সিনিয়র জিএম-এমএসডি (এসএসসিআইএল) ইফতেখার আলম সিদ্দিকী, জিএম-এডমিন মেজর (অবঃ) মাহমুদ হোসেন, জিএম-ডিডিএস ঢাকা জনাব সৈয়দ মনিরুল ইসলাম, জিএম-কর্পোরেট সেলস্ জনাব মোঃ আবদুর রাজ্জাক, জিএম খুলনা প্ল্যান্ট চৌধুরী কামরুল হাসান, জিএম-ব্র্যান্ড এন্ড মার্কেটিং কমিউনিকেশন্স আতিক আকবর, জিএম-ডিস্ট্রিবিউশন আব্দুস সালাম, জিএম-ডিজিটালাইজেশন মাসুদুর রহমান, জিএম- ফাইন্যান্স এন্ড একাউন্টস মোহাম্মদ আজম খান বিপ্লব, জিএম-সেলস্‌ খুলনা মোঃ জিয়াউল হক, ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশকগণ তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। সেরা পরিবেশকদের মাঝে বিশেষ পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অতঃপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের মাধ্যমে এই আনন্দঘন মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button