চট্টগ্রামে চান্দগাঁও থানার অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক-০৩ জন

সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক-০৩ জন
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) রাশেদুল ইসলাম, এএসআই (নিঃ) জালাল উদ্দিন, এএসআই (নিঃ) সুজন কুমার দাস সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং ২৭/০১/২০২৫ তারিখ রাত ০৩:৫০ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন বহদ্দারহাট রেক্স হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আসামী ১। মোঃ নুরুল আমিন (২৪), পিতা-মৃত আঃ জলিল, মাতা-রশিদা বেগম, বর্তমানে-কুতুপালং, ০৫নং ক্যাম্প, আমান মাঝি, থানা-উখিয়া থানা, জেলা-কক্সবাজার, ২। মোঃ তৈয়ব (২১), পিতা-মৃত শামসুল আলম, মাতা-শাহিন আক্তার, সাং-ছনুয়া, কালা মিয়ার পাড়া, শামসুল আলম এর বাড়ী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-হামিদচর, স্মার্ট কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। সানজিদা আক্তার @ রনি (৩৫), পিতা-তোতা মিয়া, মাতা-শিউলি বেগম, সাং-পাকরী হাটা, তোতা মিয়ার বাড়ী, থানা-ধনুট, জেলা-বগুড়াদেরকে মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারার অপরাধ করাই একই আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।