আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন
ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং কর্তৃক আয়োজিত ৩য় এফডিসিইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৫ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) এ অনুষ্ঠিত হয়েছে। এতে ডিবেটারস অফ চিটাগাং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন এবং চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি রানার্সআপ হওয়ার গৌরব অজন করে।
আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন দল রবিবার (১৯ জানুয়ারি, ২০২৫) সকাল ১০:৩০ টায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন দলের সদস্য মোঃ আরাফাত ইসলাম রিফাত, মোঃ হাসিব খান ও শেখ সাদিয়া সিদ্দিকা উপস্থিত ছিলেন। উপাচার্য তাদের এ সাফল্য অজনের জন্য বিজয়ী সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান এবং তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ৩২ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শেখ সাদিয়া সিদ্দিকা এবং চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মোঃ আরাফাত ইসলাম রিফাত। প্রতিযোগিতায় নির্বাচিত স্বতন্ত্র বিচারকের দায়িত্ব পালন করেন তুষার নাথ অন্ত।
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ২০/০১/২০২৫