চবি শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। রবিবার (১৯ জানুয়ারি, ২০২৫) সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শাহাজালাল হল একটি ঐতিহ্যবাহী হল। ক্রীড়াসহ বিভিন্ন খেলাধুলায় এ হলের রয়েছে অতীত গৌরব ও ঐতিহ্য। হলের ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনবে এবং তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের তথা দেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করবে, এটাই সকলের প্রত্যাশা। তিনি আরও বলেন, ক্রীড়া শরীর ও মনকে সুস্থ রাখে। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নিজেকে খেলাধুলার জন্য প্রস্তুত রাখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে প্রতিদিন যথাসময়ে খেলার মাঠে উপস্থিত হয়ে হলের ক্রীড়াবিদদের উৎসাহ দিয়ে যাচ্ছে। এটা খেলোয়াড়দের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন এবং খেলায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের অগ্রীম অভিনন্দন জানান। পরে চবি উপাচার্য ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম.নছরুল কদির।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।