চট্টগ্রাম এ সুবিধা বঞ্চিত ১০০০মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
ন্যাশনাল এনভায়রমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে,
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়াতে ১৮ই জানুয়ারি শনিবার মধ্যরাতে চট্টগ্রামের রাহাত্তার পুল, বহদ্দারহাট, চকবাজার মেডিকেল, প্রবর্তক মোড়, সিআরবি ও দেওয়ানহাটে ১০০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন,
সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ। শীতবস্ত্র বিতরণ
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের
চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মামুনুর রশীদ। সহ সভাপতি ইনাম এলাহি চৌধুরী।
সহ সাধারণ সম্পাদক মনজুর আহম্মেদ। তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক সাইফুল মাহামুদ। পরিবেশ বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার শাহিন।
শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ।
জেলা কমিটির অন্যতম সদস্য হাজী মাইন উদ্দিন, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম,
সোয়াইবুল ইসলাম নিরব প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের সভাপতি
লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ বলেন,
অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিৎ ছিন্নমূল, অসহায়, গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে আমরা আছি এই সাহস যোগানো। সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করুন, সমাজের বিত্তবানসহ সকলের প্রতি
এই আহ্বান করছি।