ক্যাম্পাস বার্তা

সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার নিন্দা ও প্রতিবাদ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল এলাকায় মিছিলরত শিক্ষার্থীদের উপর পুলিশ অমানবিক হামলা করেছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে। পুলিশী হামলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের নিরাপত্তার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে পুলিশের নির্বিচার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইতোপূর্বেও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের আক্রমণের ঘটনা শিক্ষার্থীদের মনে উদ্বেগের সৃষ্টি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্বতন আওয়ামী রেজিমের কায়দায় পুলিশের হামলার সংস্কৃতি বজায় রাখা মোটেই কাম্য নয়।

একইসঙ্গে আমরা উদ্বেগের সাথে খেয়াল করেছি, জুলাই গণহত্যার সাথে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এখনও চিহ্নিতকরণ এবং গ্রেফতার করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনতিবিলম্বে গণহত্যায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button