মেহজাবীন চৌধুরীর সিনেমা

আমরা সকলেই এই সম্পর্কে অবগত যে মেহজাবীন চৌধুরী গত সেপ্টেম্বর মাস থেকে তার অভিনীত দুইটি সিনেমা নিয়ে পৃথিবীর সনামধন্য কিছু ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া – উল্লেখ্য এই ফেস্টিভ্যালগুলো মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ এবং ‘প্রিয় মালতী’ নিজেদের অবস্থান গড়ে নিয়েছে এবং বাংলাদেশের সিনেমাকে উপস্থাপন করেছে বিশ্ব দরবারে।
এই সকল ফেস্টিভ্যালে উপস্থিত থেকে বিভিন্ন ইন্টারভিউর সম্মুখীন হতে হয়েছে মেহজাবীন চৌধুরীকে। তিনি সাবলীলভাবে নিজের সিনেমাকে উপস্থিত করেছেন আন্তর্জাতিক দর্শকদের মাঝে।
গত ২০ই ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী।’ এই সিনেমাটি মুক্তি উপলক্ষে তিনি প্রমোশন এর জন্য বিভিন্ন ভার্সিটি ও বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়েছে, ভুলবশত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তনুর গ্রাফিতির উপর নিজের ফিল্ম এর পোস্টার লাগিয়ে বসেন, তিনি তো তার ভুল বুঝতে পেরে সাথে সাথে ক্ষমা চেয়ে নিয়েছেন, কিন্তু আপনারা সুশীল সমাজের লোক তাকে কি ক্ষমা করতে পেরেছেন? না পারেননি, তাকে ঘিরে কতো মন্তব্য,কতো ভিডিও কতো ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন,
ফিল্ম মুক্তি পাওয়ার পর বিদেশের ইন্টারভিউর সমাপ্তি ঘটিয়ে দেশের সাংবাদিকদের ইন্টারভিউর সম্মুখীন হোন মেহজাবীন চৌধুরী।
আমরা যখন কথা বলি তখন মাঝেমাঝেই অন্যমনষ্ক হয়ে কিংবা কথা তাল হারিয়ে ফেলে ভুল কিছু বলে ফেলি। কারণ আমরা মানুষ। মানুষ মাত্রই ভুল। সেলিব্রিটিরাও মানুষ, তারাও ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু আমাদের মাঝে কিছু কিছু মানুষ হয়তো ভাবেন সেলিব্রিটিরা মানুষ না। তাদের দ্বারা কোনো ভুল হতেই পারে না। তারা কেনো ভুল করবে। একটা কথা মনে রাখবেন, আপনি যত বড়ই হোন না কেনো আপনি মানুষ এবং আপনি ভুলের ঊর্ধ্বে নন।
কিন্তু কেউ কেউ এই বিষয়টা মানতে সম্পূর্ণ নারাজ। তারা বলে সে এই মুহূর্তে এমন কথা কেনো বলবে? আরে ভাই, ওনি তো ইচ্ছে করে এই কথাটা বলেনি, স্লিপ অফ টাং হয়ে গেছে। এটা আমার আপনার সকলেরই হয়। কারণ আমরা সকলেই মানুষ। কিন্তু কিছু মানুষ তো এটা নিয়েও ট্রল করার জন্য ওস্তাদ। তারা নিজের দোষগুলো না দেখে অন্যের দোষ, ভুলের পিছনে ছুটে বেড়ায়। এতে করে আপনারা বড় হচ্ছেন ভাববেন না। এসব কর্মকান্ড আপনাদের মানুষের কাছে ছোট বৈ বড় করে না।
একটা কথা মনে রাখবেন, ” মানুষের দোষকে আড়াল করতে হয়, গুণকে ছড়িয়ে দিতে হয়।” আর এই ছড়িয়ে দেওয়ার মাঝেই আসল আনন্দ। দয়া করে ক্ষমা করতে শিখুন।