তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ট্রান্সফরমেশন ডাটা ভিশন: তারুণ্যের বাংলাদেশ তথ্য-প্রযুক্তি বিপ্লব ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ মঙ্গলবার (১৪/০১/২৫) বিকাল পাঁচটায় জাতীয় নাগরিক কমিটির বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে “ডিজিটাল ট্রান্সফরমেশন ডাটা ভিশন: তারুণ্যের বাংলাদেশ তথ্য-প্রযুক্তি বিপ্লব” শিরোনামে একটি সেমিনার আয়োজিত হয়। উক্ত সেমিনারে বক্তা হিসেবে ছিলেন ফয়েজ আহমেদ তৈয়্যব, পলিসি এডভাইজার, আইসিটি বিভাগ।

উক্ত সেমিনারে ফাইজ আহমেদ তৈয়্যব বিগত সরকারের আমলে হওয়া আইসিটি খাতের দুর্নীতির এবং অপরিকল্পিত উন্নয়নের বিবরণ তুলে ধরেন। তিনি পলিসি এডভাইজরের দায়িত্ব নেয়ার পর থেকে যেসকল কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন তা উপস্থিত শ্রোতাদেরকে জানান। দায়িত্বের অংশ হিসেবে পলিসি এডভাইজর বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্র যেমন সেমিকন্ডাক্টর, সাইবার সিকিউরিটিসহ যেসকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি প্রয়োজন সেইক্ষেত্রগুলো নিয়ে তার পরিকল্পনার কথা বলেন। বাংলাদেশের সাইবার প্রোটেকশন অর্ডিনেন্সের আধুনিকায়নের পাশাপাশি জনগণের মতামত আমলে নিয়ে বেশ কিছু প্রয়োজনীয় সংশোধনের কথাও তিনি জানান। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ডাটা প্রটেকশন এক্ট তৈরী, বাংলাদেশ ন্যাশনাল ডাটা এভেন্যু তৈরী এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশনের কথা বলেছেন। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং সরকারের সম্মিলিত উদ্যোগ এবং পরিকল্পনার উপর গুরুত্ব দিয়ে তিনি দেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় ল্যাব তৈরি এবং ট্রেইনিং ফ্যাসিলিটি তৈরী করে দেয়ার প্রতিশ্রুতি জানান। একইসাথে আইসিটি এবং টেলিকমিউনিকেশনের বিভিন্ন খাতে বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া মনোপলি এবং দুর্নীতির ইতি টেনে ইন্টারনেটের দাম কমানো এবং ইন্টারনেটের স্পিড বৃদ্ধির চেষ্টাও করবেন বলে জানান। শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের সুবিধার্থে আইসিটি ডিভিশন থেকে কি কি ফান্ডিং এবং অনুদান প্রদান করা হয় সেই বিষয়েও তিনি আলোকপাত করেন এবং যোগ্য প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মো: আজাহার উদ্দিন অনিক এবং সদস্য সচিব আখতার হোসেন। সমাপনী বক্তব্য রাখেন মুখ্য সংগঠক সার্জিস আলম, তার বক্তব্যে তরুণ প্রজন্মের পক্ষ থেকে আইসিটি মন্ত্রণালয় এবং সরকারের প্রতি কিছু দাবি উত্থাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button