চট্টগ্রাম

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এক যুগপূর্তি পালিত

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) এর এক যুগপূর্তিতে ‘‘সিআইএমসি দিবস’’ উদযাপন করা হয়। যুগপূর্তি উপলক্ষে সিআইএমসি এলামনাই এসোসিয়েশন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্মারকের মোড়ক উন্মোচন, গ্র্যান্ড মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কার্যক্রমের পরিচালনা করে।
১১ জানুয়ারি (শনিবার) সকাল নয়টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের আশেপাশে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কলেজ ভবনের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম ১৫) জনাব মাওলানা আ ন ম শামসুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ডা.এ কে এম ফজলুল হক। ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ্ এর চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, সিআইএমসি এর গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক নূরুন নবী (ডেভলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ- ডি ই এস এইচ) এর ট্রেজারার ও সিআইডিসি’র গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মোহাম্মদ জালাল উদ্দীন আকবর। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর ডাক্তার মুসলিম উদ্দিন সবুজ, সেক্রেটারি, ডি ই এস এইচ ও উপাধ্যক্ষ, সিআইএমসি। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর মুহাম্মদ আমির হোসাইন। প্রফেসর ডা. টিপু সুলতান, অধ্যক্ষ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, অধ্যাপক মো. আকরাম পারভেজ চৌধুরী, অধ্যক্ষ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাম মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ডা রায়হানুল কবির এবং সাধারণ সম্পাদক ডা আব্দুল মান্নান সহ এলামনাই এসোসিয়েশন এর অন্যান নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবদুল্লাহ আল মাহবুব নাজমুল এবং তাহমিনা আক্তার ইমু।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আ ন ম শামসুল ইসলাম বলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ স্বাস্থসেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এ স্বাস্থসেবাকে জনগণের দোর গোড়ায় পৌছে দিতে, ভবিষ্যৎ এ বিশ তলা বিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্স করার প্রতিশ্রæতি প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ডাক্তার মুসলিম উদ্দিন সবুজ বলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে মেডিকেল শিক্ষা, স্বাস্থ সেবা ও গবেষণায় এ প্রতিষ্ঠানের সাফল্য ঈর্ষনীয়। এলামনাই এসোসিয়েশন এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, এলামনাই এসোসিয়েশন আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, শিক্ষক, চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button