চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা লোকমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা লোকমান স্মৃতি সংসদের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
নাজিমুর রহমান সদস্য সচিব, বিএনপি মহানগর চট্টগ্রাম। মহানগর বিএনপির সদস রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘যুব সমাজকে মাদক মুক্ত ও কিশোরদের গ্যাং কালচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।তিনি আরও বলেন, ‘তরুণ সমাজকে দেশপ্রেম ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করা এবং মাদক থেকে দূরে থাকার উদ্দেশ্য নিয়ে বিএনপির পক্ষ থেকে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।’ এ সময় তিনি ক্রীড়াঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদানের কথা তুলে ধরেন।উদ্বোধনী খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসাইন। এতে প্রধান বক্তা ছিলেন শওকত আজম খাজা যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মমিন(প্রচারের দায়িত্বপ্রাপ্ত)।এতে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ,নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মোঃ আনোয়ার হোসেন আনু সাবেক ক্রীড়া সম্পাদক, মহানগর চট্টগ্রাম।
নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেকান্দরসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য যে টুর্নামেন্টে টি আয়োজন করেছেন আশফাকুল আলম রাহাত। এই টুর্নামেন্টে ১৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আ. সালাম স্মৃতি সংসদের মুখোমুখি হয়েছে দামপাড়া এফ.সি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের বিএনপির নেতৃবৃন্দ।