জাতীয়

চট্টগ্রাম কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ।

গত ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রিঃ বেলা আনুমানিক ১৪:৩০ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নেজাম উদ্দিন স্থানীয় একটি স্কুল থেকে তার সন্তানকে আনতে যান। ঐ সময় চট্টগ্রাম পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ সহ স্থানীয় কিছু বিক্ষুব্ধ জনতা প্রকাশ্যে ফেসবুক লাইভে গিয়ে তার সন্তানের সামনে তাকে (সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নেজাম উদ্দিন) মারধর করেন। উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ভাইরাল হয়। সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নেজাম উদ্দিনের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা এবং চড়-থাপ্পড় ও কিল-ঘুসি মারার ঘটনায় বাংলাদেশ পুলিশ বাহিনীর মনে গভীর সমবেদনা তৈরি হয়েছে। একজন পুলিশ অফিসারকে এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া দন্ডনীয় এবং ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য।

আমরা সকল নাগরিককে আহ্বান জানাচ্ছি, আইন নিজের হাতে তুলে না নিয়ে যে কোনো অসন্তোষ বা অভিযোগের ক্ষেত্রে আইনানুগ পদ্ধতি অনুসরণ করুন। এ ধরনের ঘটনা সরকারি কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা নষ্ট করে এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। সরকারি কর্মকর্তাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

আমরা আশা করি, ভবিষ্যতে এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা প্রতিরোধে সরকার ও জনগণ একসঙ্গে কাজ করবে, যাতে বাংলাদেশ পুলিশ আরও কার্যকর ও জনবান্ধব হয়ে উঠতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button