চট্টগ্রাম

পটিয়ায় বিএনপি-সমন্বয়ক দ্বন্দ্ব, তারুণ্যের উৎসব পণ্ড

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি ও সমন্বয়কের দ্বন্দ্বে পণ্ড হয়ে গেছে তারুণ্যের উৎসব। সোমবার বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে তারুণের উৎসবের আয়োজন ছিল। তবে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মঞ্চ দখলের প্রতিবাদে পুরো আয়োজন পণ্ড হয়ে যায়।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ আয়োজিত তারুণের উৎসবে রাজনৈতিক দল ও ছাত্রপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। অভিযোগ উঠে, অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ দখলে নেন বিএনপির নেতাকর্মীরা। ছাত্র প্রতিনিধিদের বসানো হয় দর্শক সারিতে। আর সঞ্চালনায় ছিলেন নয়ন নামে পটিয়া উপজেলা ছাত্রদলের এক নেতা।
সঞ্চালনার একপর্যায়ে ছাত্রদল নেতা নয়ন নিজেকে সমন্বয়ক দাবি করে সভাস্থলে কোনো ছাত্র প্রতিনিধি নেই বলে ঘোষণা দেন। এতে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়ে হলত্যাগ করেন। পরে তারুণ্যের উৎসব অনুষ্ঠান আর হয়নি। অনুষ্ঠান পণ্ড হওয়ার পর বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, ‘ইউনিয়ন পরিষদের সমন্বয়হীনতার কারণে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ছাত্ররা অনুষ্ঠানে আসবেন এই বিষয়ে আমরা অবগত ছিলাম না বলে মঞ্চে আমাদের নেতৃবৃন্দ বসে পড়েছিলেন। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমরা অনুষ্ঠান বয়কট করেছি।’
ছাত্র প্রতিনিধি তালহা রহমান বলেন, ‘ছাত্রদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় আমরা প্রোগ্রাম স্থান ত্যাগ করি।’
এ বিষয়ে জানতে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সচিব নয়ন ভট্টাচার্যের সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button