আগামী ০৪ জানুয়ারি হতে চট্টগ্রামে মাসব্যাপি শুরু হচ্ছে ফুল উৎসব ২০২৫
প্রেস রিলিজ
আগামী ০৪ জানুয়ারি হতে ডিসি পার্ক, ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক, চট্টগ্রামে জেলা প্রশাসন, চট্টগ্রাম তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫। ১৩৬ প্রজাতির প্রায় লক্ষাধিক ফুলের সমারোহ ও বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান নিয়ে মাসব্যাপী চলবে এই আয়োজন।
আগামী ৪ জানুয়ারি, শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
মাসব্যাপি আয়োজিত এ ফুল উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচসহ নানা রকমের আয়োজন।