জাতীয়

নোয়াখালীতে ‘তারুণ্যের উৎসব’ শুরু

নোয়াখালী, ২ জানুয়ারি, ২০২৫ জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শুরু হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যুব ও উদ্যোক্তা সমাবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। 

এরপর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

জানা যায়, তারুণ্যের উৎসব ২০২৫’-এর আওতায় আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে আরও অনেক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ব্যক্তিদের সংবর্ধনা, দুর্নীতি বিরোধী সেমিনার এবং পরিবেশ বিষয়ক সেমিনার। এসব কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, বিভিন্ন দপ্তরের প্রধানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর মো. আরিফুল ইসলাম, মো. বনি ইয়ামিন, মো. ফরহাদুল ইসলাম, মাহমুদুল হাসান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button