আন্তর্জাতিক
“ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় নয়”
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (২৮ ডিসেম্বর) খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
এ সংলাপে ‘ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠক গোপনীয় নয়। এ বৈঠক সম্পর্কে আমরা অবগত।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি গত ৯ ডিসেম্বর দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দিতে ঢাকায় আসেন। সে সময় তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন।