চট্টগ্রাম

চট্টগ্রামে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দেশের সকল ধরনের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ২৯শে ডিসেম্বর ২০২৪ বিকাল ২:৩০ টায় চট্টগ্রাম মহানগরীস্থ পিটিআই অডিটরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দল,ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি জনাব মোঃ কামাল উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের জামায়াতে আমির জনাব শাহজাহান চৌধুরী, জনাব মাওলানা নাসির উদ্দিন মুনির, যুগ্ম – মহাসচিব হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি, জনাব এরশাদ উল্লাহ, আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি, জনাব ফরিদা খানম, জেলা প্রশাসক, চট্টগ্রাম, জনাব রায়হান উদ্দিন খান, পুলিশ সুপার, চট্টগ্রাম, জনাব জেসমিন আরা সুলতানা পারু, প্রধান নির্বাহী, ইলমা, জনাব রাজীব ধর তমাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,জনাব পি.কে বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় নেতা।অধ্যাপক উপানন্দ মহাথের, নব পন্ডিত বিহার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রামে সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি চট্টগ্রামের সমাজের প্রত্যেকটা স্থরের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেন।তিনি বলেন Healthy city বা গ্রীন সিটির উদ্দেশ্য শুধু ড্রেন/ ময়লা আবর্জনা পরিষ্কার নয়, মানুষের হৃদয় পরিষ্কার করা। সবাইকে শান্তির শৃঙ্খলা বজায় রেখে সবার মন মানসিকতা পরিষ্কার করে প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সবার হৃদয় পরিষ্কার করার আহ্বান জানান। জেলা প্রশাসক জনাব ফরিদা খানম তার বক্তব্যে বলেন তিনি চট্টগ্রামে মানুষের মাঝে যে পারস্পরিক ঐক্য দেখেছেন,তা সত্যি অনবদ্য। চট্টগ্রামের মানুষের সম্প্রীতির দৃষ্টান্ত যাতে দেশের মানুষের জন্য অনুকরণীয় হয়, চট্টগ্রামবাসীর প্রতি তিনি অনুরোধ জানান। চট্টগ্রামবাসীকে সম্প্রীতি বজায় রেখে জন্ম,বর্ণ, গোত্র নির্বিশেষ সবাইকে মানুষ হিসেবে পরিচয় দেয়ার গুরুত্বআরোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button