চট্টগ্রাম স্কেটিং একাডেমির চেয়ারম্যান ক্যাপ্টেন কাদের মাহমুদ
চট্টগ্রামে প্রথম প্রাতিষ্ঠানিক রোলার স্কেটিং প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম স্কেটিং একাডেমির গভনিং বড়ির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক,এমসিএস স্পোর্টস কমপ্লেক্স এর ম্যানেজিং ডিরেক্টর, সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী।
বিগত ২০১২ সাল থেকে চট্টগ্রামের শিশু-কিশোরদের প্রাতিষ্ঠানিক ভাবে রোলার স্কেটিং শেখার সুযোগ তৈরি করেছে চট্টগ্রাম স্কেটিং একাডেমি। ইতিপুর্বে চট্টগ্রাম স্কেটিং একাডেমি থেকে বহু তরুণ স্কেটার বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত বিভিন্ন লীগে সফলতার সাথে অংশগ্রহণ করে আছে।
গতকাল ২৬শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম স্কেটিং একাডেমির প্রতিষ্ঠাতা আদিল কবির এর সভাপতিত্বে ও কো-ফাউন্ডার, চট্টগ্রাম জেলা কোচ সিদ্দিক আল মামুনের সঞ্চালনায় চট্টগ্রাম নগরীতে অবস্থিত একাডেমির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় চট্টগ্রাম স্কেটিং একাডেমির কার্যক্রম কে আরো গতিশীল করতে চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী কে চট্টগ্রাম স্কেটিং একাডেমির গভর্নিং বড়ির চেয়ারম্যান, সাবেক বিডিআর কর্মকর্তা দিদার হোসেন, শামীম আহমেদ, সম্রাট হোসেন সবুজ, ওমর হাসান কে ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব প্রদান করা হয়, এসময় একাডেমির অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।