চট্টগ্রামে বিপিএল এর প্রস্তুতি ও সমন্বয় সভা
চট্টগ্রামে বিপিএল কনসার্ট উপলক্ষ্যে সমন্বয় সভা
টিকিট ৫০০ টাকা, মানিব্যাগ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোন কিছু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না. থাকবে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা-
আগামী শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল উদ্বোধনী তৃতীয় কনসার্ট। পারফর্ম করবে সঙ্গীত তারকা হাবিব ওয়াহেদ, ফুয়াদসহ ঢাকা ও চট্টগ্রামের এক ঝাঁক খ্যাতিমান শিল্পি। কনসার্টের ফিজিক্যাল টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে। সর্বনিম্ম ৫০০ টাকায় মিলবে টিকিট। কনসার্টে মানিব্যাগ আর মোবাইল ফোন ছাড়া অন্য কোন ব্যাগ বা ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এ উপলক্ষে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেনাবাহিনী এবং চট্টগ্রাম মহানগর পুলিশ।
টিকিটের মুল্য-
বিপিএল উদ্বোধনী চট্টগ্রাম পর্বের মিউজিক ফেস্টের প্লাটিনাম টিকিটের মুল্য রাখা হয়েছে ৪০০০ টাকা। গোল্ড টিকিটের মুল্য ১৫০০ টাকা। এছাড়া সর্বনিম্ন টিকিটের মুল্য ৫০০ টাকা। এম এ আজিজ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম কাউন্টারে টিকিট বিক্রি আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দর্শকরা সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
প্রবেশ সময় নিষেধাজ্ঞা ও সতর্কতাঃ
মিউজিক ফেস্ট উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন-শৃংখলা বাহিনী। দর্শকরা মানিব্যাগ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোন ব্যাগ বা ডিভাইস নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। বিশেষ করে কোন পানির বোতল, ক্যামেরা, কোন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস, ড্রোন, ব্লুটুথ হেডফোন বা এয়ারফোন, হ্যান্ড ব্যাগ বা ভ্যানিটি ব্যাগ, কোন ধরনের মাদকদ্রব্য নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
বেলা আড়াইটা থেকে স্টেডিয়ামের গেইট খোলা হবে। গেইট বন্ধ হবে বিকেল ৫টায়। এই সময়ের মধ্যেই দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। এই সময়ের বাইরে মাঠে প্রবেশের সুযোগ থাকবে না।