জাতীয়

‘জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার’ এই খবরে জাতীয় নাগরিক কমিটির নিন্দা ও প্রতিবাদ

প্রেস-বিজ্ঞপ্তি

গত ২২শে ডিসেম্বর, ২০২৪ইং জাতীয় দৈনিক সমকালে ‘জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে সংশ্লিষ্ট বাহিনীগুলোর তরফ থেকে প্রয়জনীয় তথ্য দিতে গড়িমসি, আংশিক তথ্য প্রদান, এবং অসহযোগিতার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক কমিটি বাহিনীগুলোর তরফ থেকে জুলাই অভ‍্যুত্থানের চেতনা বিরোধী এই ধরণের অসহযোগিতামূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের দিন থেকে ৮ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এর অন্যতম কর্মসূচি ছিল – “ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ।” জুলাই-আগস্টের সত্য উদঘাটিত হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীগুলোর বিরুদ্ধে বহির্বিশ্বে সমালোচনা হবে – এমন অগ্রহণযোগ্য যুক্তির ওপর ভিত্তি করে সত্য উদঘাটন প্রক্রিয়াকে ব্যহত করা অত্যন্ত নিন্দনীয়। আমরা মনে করি যাবতীয় মানবাধিকার লঙ্ঘন ও জুলাই ম্যাসাকারের তথ্যানুসন্ধান এবং তদানুযায়ী বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া-ই অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের প্রধান কর্তব্য। এই বিষয়ে অবিলম্বে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে তারা কি কার্যকর ব্যবস্থা নিয়েছেন তা পরিষ্কার করে বাংলাদেশের নাগরিকদের জানাতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি ছাত্র-জনতার অভ্যূত্থান। কাজেই পতিত ফ্যাসিবাদি ব্যবস্থার তল্পিবাহক এবং অবশিষ্টাংশের চাপে জাতিসংঘের তদন্ত কাজে অসহযোগিতা কোনোভাবেই কাম্য নয়। এমন অসহযোগিতার মূলে রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থার তথ্য প্রদানে অনীহা থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তা স্পষ্ট করে বলা। নির্ধারিত নতুন সময়ের মধ্যে জুলাই ম্যাসাকারের ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের নিকট প্রদান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানায় ‘জাতীয় নাগরিক কমিটি’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button