চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
আজ, ২৪ ডিসেম্বর , ২০২৪ খ্রি., রোজ মঙ্গলবার , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্রগ্রাম জেলা কার্যালয় কর্তৃক নিরাপদ খাদ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে বন্দর নগরীর চাক্তাই এলাকায় অবস্থিত বিভিন্ন অটো রাইস মিল এবং চাউলের গুদাম ও আড়তগুলোতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
মকবুল সদাগর রোডে অবস্থিত ইসহাক অটো রাইস মিলে অপরিচ্ছন্ন পরিবেশে ধান থেকে চাল প্রক্রিয়াকরণ, এবং নিজেদের উৎপাদিত চাল বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির বস্তায় বস্তাজাতকরণ, এবং বস্তার গায়ে চালের মূল্য ও মেয়াদ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
হাজী সোবহান সওদাগর রোডে অবস্থিত মেসার্স বান্দরবন অটো রাইস মিল এন্ড এজেন্সিতে নিম্নমানের কোম্পানির চাল ক্রয় করে বিভিন্ন বিদেশি ব্রান্ডের বস্তায় প্যাকেটজাত করন ও যথাযথভাবে ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিতে ৫০০০০ টাকা অতদন্ড করা হয়।
অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ৯০,০০০/-টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। এছাড়া উক্ত বাজার কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রেতাগণের সাথে আলোচনা করে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করা হয়।
অভিযান পরিচালনায়: জনাব ফয়েজ উল্যাহ (উপ-পরিচালক), জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক) এবং মোঃ আফতাবুজ্জামান (ক্যামেরাম্যান)।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।