চট্টগ্রাম

বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলার ইমাম প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলার ইমাম প্রশিক্ষণ কর্মশালায় মাওলানা মুহাম্মদ শাহাজাহান
দ্বীন কায়েমের আন্দোলনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেছেন, ইসলাম একটি সার্বজনীন কল্যাণময় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই এই দেশ কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত হওয়ায় কাঙ্খিত। কিন্তু সে লক্ষ্যে এখনও আমরা পৌঁছতে পারিনি। তাই দ্বীন কায়েমের আন্দোলনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলা উদ্যোগে দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামীন ঘোষণা করেছেন, মু’মিনের জন্য বিজয় নিশ্চিত। দুনিয়াবি জীবনে আমাদের পদপদবী ভিন্নতর হলেও আমাদের মৌলিক পরিচয় হলো আমরা মু’মিন। কিন্তু দাবি করলেই মু’মিন হওয়া যাবে না বরং যথাযথ গুণাবলী অর্জনের মাধ্যমেই নিজেকে মু’মিন হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। আর মু’মিনের প্রাথমিক গুণাবলী হচ্ছে, আল্লাহ ইবাদত করা, তাঁর সাথে কাউকে শরীক না করা, পিতামাতা, প্রতিবেশী, এতিম ও মুসাফিরদের হক যথাযথভাবে আদায় করা। তাই এসব বিষয় মু’মিনের উপেক্ষা করার কোন সুযোগ নেই। তিনি ঈমানের ওপর বলিষ্ঠ থাকার জন্য আহ্বান জানান ।
বাংলাদেশ মসজিদ মিশন উত্তর জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে মাওলানা মো. কেফায়েত উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মসলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় সহ সভাপতি ড. মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান, মসজিদ মিশন উত্তর জেলার প্রধান উপদেষ্টা, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসলামী চিন্তাবিদ ড. নিজামুদ্দিন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, জেলা মাসলিসুল মুফাসিরিনের সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দীন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জামাল হোসাইন, মাওলানা জাকির হোসাইন, মাওলানা ইমদাদুল হক আনসারী প্রমুখ।
ক্যাপশন: বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলার ইমাম প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ শাহাজাহান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button