যশোরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা ‘যশোর রাইজিং’ অনুষ্ঠিত।
যশোরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা ‘যশোর রাইজিং’ অনুষ্ঠিত।
জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ বিকাল ৩টায় যশোর শিল্পকলা একাডেমিতে “যশোর রাইজিং প্রোগ্রাম” অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় সংগঠক, নানা শ্রেনী পেশার মানুষসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যরা।
দেলোয়ার হাসান শিশিরের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহীদ আব্দুল্লাহ, শহীদ জাবের, এবং শহীদ তৌহিদুর রহমান রানার পরিবারের সদস্যরা, রাশেদ খান, আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বেঞ্জিন খান, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা, রায়হান হাসার, আবদুল্লাহ জাকারিয়া, নূর ইসলাম,মারুফ সুকর্ণ, শোয়াইব আহমেদ, খন্দকার রুবাইয়া প্রমুখ।
এছাড়াও জাতীয় নাগরিক কমিটির সদস্য সাকিব শাহরিয়ার, সাইদ উজ্জ্বল, কেন্দ্রীয় সংগঠক নাঈম আহমাদ,মেজবাহ কামাল মুন্না, তানজিল মাহমুদ এবং যুগ্ম-সদস্য সচিব রাফে সালমান রিফাত।