চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রদল নেতা জসিম উদ্দিন হত্যার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

আলোচিত জসিম উদ্দিন হত্যাকাণ্ডের মূলহোতা নেজাম উদ্দিন দিপু (২৫) ও তার সহযোগী সিয়াম (২৫)-কে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। আজ ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুপুর ২:৩০টায় মূলজোতা নেজাম উদ্দিম দিপু ও তার কাছ থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক সহযোগী সিমায়কে বন্দর থানাধীন চান্দারপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

উল্লেখ্য যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আনন্দবাজার চান্দারপাড়া সিটি কর্পোরেশনের ময়লার ডিপোতে ডাম্পিংকৃত বাসা-বাড়ির বর্জ্য, মেয়াদোত্তীর্ণ পঁচা-বাসি খাবার, নষ্ট ফলমূল ও বোতল কুড়ানো, ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যাবসাকে কেন্দ্র করে টিজি কলোনিতে আধিপত্য বিস্তার নিয়ে এলাকার বাসিন্দা ১। নেজাম উদ্দিন দিপু (২৫) ও ও ৩। সিয়াম (২৫)-সহ তাদের সহযোগীদের সাথে উক্ত এলাকার অপর বাসিন্দা জসিম উদ্দিন (২৫)-এর মধ্যে কিছুদিন আগে বিরোধ শুরু হয়। উক্ত বিষয়কে কেন্দ্র করে গত ১৭/১২/২৪ খ্রি. রাত আনুমানিক ২০.২০ ঘটিকায় নেজাম উদ্দিন দিপু ও সোহাগ @ বড় সোহাগসহ তাদের সহযোগী অজ্ঞাতানামা কয়েকজন টিজি কলোনির প্রবেশমুখে জনৈক রাখাল দাশের বিল্ডিংয়ের সামনে জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। আক্রমণের সময় নেজাম উদ্দিন দিপু ভিকটিম জসিমের গলায় ছুরিকাঘাত করে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর ভোর ৬:০০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button