চট্টগ্রাম
চট্টগ্রামে চব্বিশের ছাত্র আন্দোলনের ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
জানা যায়, জসিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার এক পাশে আঘাত করার ফলে হয়তো শ্বাস নালি কেটে যায়। পরে চিকিৎসাধীন অবস্থার আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
জসিমের পরিবারের অভিযোগ বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত থাকায় পরিকল্পিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা তাকে হত্যা করা হয়েছে।