বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও জেলা-উপজেলায় কর্মসূচির আহ্বান আওয়ামী লীগের
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও জেলা-উপজেলায় কর্মসূচি করতে দলটির নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে।পোস্টে এদিন সকালে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করার কথা বলা হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ সারা দেশে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করার জন্য বলা হয়।পোস্টে আরও বলা হয়েছে, সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।উল্লেখ্য, ৫ আগস্টের পর দলটিকে প্রকাশ্যে তেমন বড় কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।