দক্ষিণ কোরিয়ার দূতাবাসের প্রতিনিধি দলের সাথে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)মতবিনিম
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কনফারেন্স রুমে চউক চেয়ারম্যানের সভাপতিত্বে KOTRA (Korea Trade-Investment Promotion Agency), কমার্শিয়াল সেকশন, দক্ষিণ কোরিয়ার দূতাবাসের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভার প্রেস বিজ্ঞপ্তিঃ
অদ্য বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর কনফারেন্স রুমে চউক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিমের সভাপতিত্বে KOTRA এর বাণিজ্যিক প্রতিনিধি দলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। KOTRA প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমার্শিয়াল সেকশন, দক্ষিণ কোরিয়ার দূতাবাসের ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ডিরেক্টর জেনারেল) মি. সেমসু কিম। প্রতিনিধি দলে আরও ছিলেন KOTRA –র চিফ স্পেশালিস্ট ফারুক আহমেদ। সভায় চউকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সচিব রবীন্দ্র চাকমা, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আবু ঈসা আনছারী, নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম, সিস্টেম এনালিস্ট মোঃ মোস্তফা জামাল, নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ জহির আহমেদ এবং নগর পরিকল্পনাবিদ সাইয়েদ ফুয়াদুল খলিল আল ফাহমী।
উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম সহ চউক বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প বিষয়ে প্রজেনটেশন প্রদান করেন উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আবু ঈসা আনছারী। এছাড়াও চউক-এর বিভিন্ন ভবিষ্যত প্রকল্প এর উপর একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন প্রদান করেন চউক-এর নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম। উপস্থিত কোরীয় প্রতিনিধিদল চউক-এর বিভিন্ন ভবিষ্যৎ প্রকল্প বিশেষত এক্সপ্রেসওয়ে ও টাউনশিপ প্রকল্পে কোরীয়ান বিনিয়গের বিষয়ে আগ্রহ ব্যক্ত করেন।
চউক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম কোরীয় প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম একটি সম্ভাবনাময় নগরী যেখানে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চউকের বিভিন্ন প্রকল্পে কোরীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ চট্টগ্রামের উন্নয়ন প্রক্রিয়াকে আরও বেগবান করবে।
সভা শেষে চউক ও KOTRA প্রতিনিধিরা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।