Uncategorized

ভারতের হিন্দু প্রেম মুলতঃ আওয়ামী প্রেম ছাড়া আর কিছুই নয় – মজিবুর রহমান মঞ্জু

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশের স্বার্থ রক্ষায় কিংবা বাংলাদেশের জনগণের সম্মান রক্ষায় ভারত কখনো মনোযোগী হয়নি। তারা আওয়ামীলীগকে ব্যবহার করে বাংলাদেশের উপর একচ্ছত্র প্রভাব বিস্তারই তার লক্ষ্য ছিলো। আসলে ভারত হিন্দু প্রেম মুলতঃ আওয়ামী প্রেম ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
আজ আমার বাংলাদেশ যুবপার্টির উদ্যোগে ভারতের মিডিয়ায় ধারাবাহিক মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই দাবি করেন। যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন মজিবুর রহমান মঞ্জু। এসময় আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মজিবুর রহমান মঞ্জু বলেন,ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।হাসিনার শাসন আমলে বিশ্বজিত কে প্রকাশ্য ভাবে কুপিয়ে হত্যা এবং এদেশের একমাত্র হিন্দু বিচারক সুরেন্দ্র কুমার সিনহা কে শারীরিক ভাবে হেনস্থা করে দেশ থেকে বিতাড়িত করলেও ভারত সরকার কোনও কথা বলেনি ,তারা মুলত মুখে হিন্দু প্রেমের কথা বললেও তাদের অন্তরে আওয়ামীলীগ প্রেম ছাড়া কিছুই নেই।

বিশেষ অতিথির বক্তব্য লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম পিএসসি বলেন,বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়,তবে কারোর ইশারায় আমাদের শান্তি নষ্টের পায়তারা করা যাবে না।আমরা রুখে দাড়াতে জানি।ভারত সরকার যদি মিডিয়ার নৈরাজ্যের নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে এটা হবে ভারত সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।

বিশেষ অতিথি আলতাফ হোসাইন বলেন,শেখ হাসিনার পতনের পর ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষ নিয়েছে সেটি খুবই দুঃখজনক। ভারত সরকারের উচিত বাংলাদেশের মানুষের সাথে সমর্পক করা, কোন দলের সাথে বা ব্যক্তির সাথে নয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, ভারতীয় মিডিয়ার আগ্রসন মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ভারতীয় মিডিয়ার অপ্রচার ভারত কে সারা বিশ্ব থেকে আলাদা করে ফেলবে।হিন্দু মুসলিম ঐক্য বাংলাদেশের মানুষের চির ঐতিহ্য। আমরা একসাথে চরছি যুগের পর যুগ।সুতরাং ঠুনকো অজুহাতে আমাদের হিন্দু মুসলিম ঐক্যে ফাটল ধরানো যাবে না।তারা যতবেশি অপ্রচার চালাবে ততোবেশি আমরা ঐক্যবদ্ধ হবো।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আব্দুর রহমান, সফিউল বাসার, এবিযুবপার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, যুগ্ম সদস্য সচিব তোফাজ্জেল হোসেন রমিজ, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক মাহমুদ আযাদ, ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, যুগ্ম সদস্য রাসেদুল ইসলাম, পল্টন থানা আহবায়ক ইমরান হোসেন শিবলু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button