ক্যাম্পাস বার্তা

নোবিপ্রবিতে ইংরেজি বিভাগের জমকালো ‘ওয়েস্ট উইন্ড’ অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে জমকালো অনুষ্ঠান ‘ওয়েস্ট উইন্ড’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাকলগ বনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষকবৃন্দ ও ৬টি ব্যাচের প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান উপলক্ষে ‘ব্যাকলগ বন’ এক নতুন রুপে চিত্রিত হয় বলে জানান দর্শনার্থীরা। এতে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারির আয়োজন করা হয়। সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিভাগীয় শিক্ষকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড.শিরিন আক্তার, সহযোগী অধ্যাপক আফাসানা মৌসুমী,সহযোগী অধ্যাপক ড.খন্দকার আশরাফুল ইসলাম,সহকারী অধ্যাপক দেবাশীষময় দত্ত, সহকারী অধ্যাপক বিথি মজুমদার,সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার ও রিফাত বিনতে জয়নাল। অনুষ্ঠানে আরোও উপস্থিত বিভাগের প্রভাষক জনি মিয়া,হুমায়রা সুলতানা,সাহেরা খাতুন ও নুসরাত জাহান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button