জাতীয়

বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা ভারতের

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন ওড়ার ভিত্তিহীন খবর প্রচার করে দেশটির কিছু গণমাধ্যম। যা পরবর্তীতে বাংলাদেশের তরফে অস্বীকার করা হয়। এমনই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। একইসঙ্গে দেশটি এই পদক্ষেপ নেবে পাকিস্তান সীমান্তেও।


সোমবার (৯ ডিসেম্বর) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম ডিফেন্স নিউজ ইন্ডিয়া। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) অপর এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে জানানো হয়, সীমান্তের অপর পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করবে ভারত।


প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টি-ড্রোন ইউনিট স্থাপন করবে নয়াদিল্লি।


ভারতের একটি সরকারি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বরাত দিয়ে বলা হয়েছে, ‘আরও কিছু উন্নতির পর এই ব্যবস্থা পাকিস্তান ও বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তজুড়ে প্রয়োগ করা হবে।’


উল্লেখ্য, পাকিস্তানের সাথে ভারতের ২ হাজার ২৮৯ কিলোমিটার এবং বাংলাদেশের সাথে ভারতের ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সূত্র: ডিফেন্স নিউজ ইন্ডিয়া, দ্য নিউজ ইন্টারন্যাশনাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button