‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নোবিপ্রবি প্রতিনিধি
গত ২৮ নভেম্বর ২০২৪, দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত ‘নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ পুর্নবাসন’ শীর্ষক শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী ইয়াসমিন সুলতানা পপি।
তিনি বলেন, জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় বিবেকবোধের জায়গা থেকে ১৭ জুলাই ২০২৪ বিকাল ৪ টায় নোবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি বিবি খাদিজা হল পদ থেকে আমি পদত্যাগ করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি পদত্যাগ করেছি রিপোর্টার সম্ভবত না জেনে আমার নামসহ এই সংবাদ প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ১৭ জুলাই ২০২৪ পর থেকে ছাত্রলীগের কোনো কর্মকান্ডে বর্তমান এবং ভবিষ্যতে আমি নেই। সেক্ষেত্রে ছাত্রলীগের কোনো দায়ভার আমি নিতে বাধ্য নয়। আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি তার প্রতিবাদ জানাই। ভবিষ্যতে সংবাদ প্রকাশে গণমাধ্যমগুলো আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমি প্রত্যাশা করি।